আমার কাগজ ডেস্ক
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৮৪ স্কোর নিয়ে আজ মঙ্গলবার রাজধানী ঢাকা আছে ২ নম্বরে। সকাল আটটা ৩১ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ঢাকার এই অবস্থান দেখা গেছে। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।
একই সময় ২৬১ ও ১৭৯ স্কোর নিয়ে তালিকা ১ ও ৩ নম্বরে আছে যথাক্রমে ভারতের দিল্লি ও কলকাতা। ১৭৯ ও ১৭১ স্কোর নিয়ে ৪ ও ৫ নম্বরে আছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও লাহোর।
দূষিত বাতাসের তালিকায় ভিয়েতনামের হ্যানয় রয়েছে ৬ নম্বরে, স্কোর: ১৬২। ৭ নম্বরে উত্তর মেসিডোনিয়ার স্কোপজে, স্কোর: ১৫৮, ৮ নম্বরে চীনের শেনইয়াং, স্কোর: ১৫৬, ঘানার আক্রা ৯ নম্বরে, স্কোর: ১৫২ এবং নেপালের কাঠমান্ডু ১০ নম্বরে, স্কোর: ১৪৫।