
আমার কাগজ প্রতিবেদক
প্রতি বছরের মতো এবারও ঢাকায় শুরু হলো দেশীয় আমের মেলা। ফরমালিনমুক্ত, সরাসরি বাগান থেকে সংগ্রহ করা নানা জাতের সুস্বাদু আম নিয়ে এই মেলার আয়োজন করেছে কামাল এগ্রো ফার্ম। রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্লাব মাঠের সামনের প্রাঙ্গণে আজ শনিবার (৩১ মে) দুপুরে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“বাংলাদেশের আম বিশ্বজুড়ে জনপ্রিয়। আম আজ আমাদের দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছে। শুধু খাদ্য নয়, আমাদের সাহিত্য-সংস্কৃতিতেও আমের গভীর সংযোগ রয়েছে।”
অনুষ্ঠানে কামাল এগ্রো ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম ছরোয়ার লিটন বলেন, “২০০৪ সাল থেকে আমরা ঢাকায় ফরমালিনমুক্ত আমের মেলা করে আসছি। বাবার অনুপ্রেরণাতেই এই যাত্রা শুরু। আমাদের লক্ষ্য নিরাপদ ও স্বাদে ভরপুর দেশীয় আম ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক গাজী মুনছুর আজিজ, দৈনিক সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান, নারী উদ্যোক্তা উর্মি আক্তার ভূঁইয়া, শবনম পারভীন, নুসরাত জাহান ও শিল্পী তালুকদার প্রমুখ।
মেলায় থাকছে দেশের নানা অঞ্চল থেকে আসা আম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রংপুর, নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলের আম এই মেলায় পর্যায়ক্রমে বিক্রি হবে।
ক্রেতারা চাইলে মেলা ছাড়াও ফোনে অর্ডার করে ঘরে বসেই আম কিনতে পারবেন। অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৭১৩০২৬৫২৫
মেলা চলবে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।