বিনোদন ডেস্ক
যে ম্যাচকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে পুরো ভারতজুড়েই। একে তো এদিন দেশটিতে সাপ্তাহিক ছুটি, অন্যদিকে বিশ্বকাপের ফাইনাল। সব মিলিয়ে দর্শকরাও আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন ফাইনাল ম্যাচ জমিয়ে উপভোগ করবেন বলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে রোববার (১৯ নভেম্বর) মাঠে নামবে ভারত।
তবে এর মধ্যেই যেন বিপাকে পড়েছেন কলকাতার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। বর্তমানে কোনো এক শো-এর কারণে ঢাকায় অবস্থান করছেন তিনি। সেখান থেকেই জানালেন, মুঠোফোনে যে অ্যাপের মাধ্যমে লাইভ ক্রিকেট খেলা দেখা যায়, সেই অ্যাপটি চলছে না।
এক ফেসবুক স্ট্যাটাসে সাহায্য চেয়ে এই গায়িকা লিখেছেন, ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে বিশ্বকাপ দেখব। কেউ কোনও পরামর্শ দেও।