আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর ডেমরা থানার সারুলিয়া মহাকাশ এলাকায় সাততলা ভবনে ছাদ ঢালাইয়ের সময় ক্রেন ছিঁড়ে শ্রমিকদের ওপর পড়েছে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে নির্মাণাধীন ভবনের সাততলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ঢালাইয়ের মাল ক্রেন দিয়ে তোলার সময় সেটি ছিঁড়ে নিচে শ্রমিকদের উপর পড়ে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিক মারা যান। আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ওই শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।