আমার কাগজ প্রতিবেদক
অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস মৃত্যুবরণ করেছেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) তিনি বলেন, আমরা জেনেছি কান্তা বিশ্বাস গত রোববার (২৩ জুলাই) রাতে রাজধানীর পপুলার হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আড়াই বছরের কন্যা শিশু রয়েছে তার। ২০১৯ সালে কান্তা বিশ্বাস সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। মৃত্যুর আগে পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।
এদিকে কান্তা বিশ্বাসের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, সহকর্মীসহ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।
ফেসবুক এক স্ট্যাটাসে বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) রাজিয়া রিক্তা লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস ম্যাডামের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, স্তব্ধ। তিনি মৃত্যুর আগে গর্ভের সন্তানও হারিয়েছেন।
মিলন কুমার হালদার নামে অপর এক কর্মকর্তা লিখেছেন, ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিল কান্তা বিশ্বাস। মতিঝিলে থাকার সময় দুই-একবার কথাও হয়েছিল। অসম্ভব বিনয়ী মেয়েটি গতকাল ডেঙ্গুতে মারা গেছে। সত্যি, খুবই দুঃখজনক ঘটনা। ঢাকার ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই ভয়াবহ!