
আমার কাগজ প্রতিবেদক
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৮ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
রিজভী বলেন, “জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্র মুক্তির জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশে গণতন্ত্র এখনও বন্দি। অবাধ নির্বাচনের বিষয়টি বারবার উপেক্ষিত হচ্ছে। ক্ষমতায় এলেই সবাই নিজেদের অবস্থান চিরস্থায়ী করতে চান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাও সেই প্রশ্নের মুখে।”
তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমর্থন পেলেও দেশের গণতন্ত্র টানাপোড়েনের মধ্যেই রয়েছে।”
রমজান মাসে নির্বাচন হলে জনভোগান্তি বেড়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, “যদি আগামী এপ্রিলে নির্বাচন হয়, তবে তা রমজান মাসে পড়বে। এতে জনগণের ওপর বাড়তি চাপ পড়বে। সে কারণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে, অন্যথায় সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠে আসবে।”
রিজভী সরকারের প্রতি দ্রুত সুষ্ঠু নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজনের আহ্বান জানান।