
আমার কাগজ প্রতিবেদক
হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মোহাম্মদ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। শোকবার্তায় তিনি বলেন, খুব অল্প বয়সেই ডা. ওয়াহেদুজ্জামান ভালো চিকিৎসক হয়ে উঠেছিলেন, তার মৃত্যু পুরো স্বাস্থ্য বিভাগের জন্যই অপূরণীয়।
আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক শোকবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রোববার দুপুরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ডা. মোহাম্মদ ওয়াহেদুজ্জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর ৭ মাস।
শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডা. মোহাম্মদ ওয়াহেদুজ্জামান খুব অল্প বয়সেই ভালো চিকিৎসক হয়ে উঠেছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। কর্তব্য পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে মারা গেলেন। এটি অকাল মৃত্যু।
তিনি আরও বলেন, ডা. ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে দেশ একজন উদীয়মান, দক্ষ চিকিৎসক ও সংগঠককে হারাল। এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। এসময় স্বাস্থ্যমন্ত্রী তার রুহের প্রতি শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানা গেছে, ওয়াহেদুজ্জামানের গ্রামের বাড়ি বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৪৮ ব্যাচের ছাত্র ছিলেন। ২১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। প্রত্যন্ত হাওর উপজেলা ইটনায় তিনি ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব পালনের পর টাঙ্গাইলের সিভিল সার্জন হন।
ডা. ওয়াহেদুজ্জামান গত ৩১ জানুয়ারি (২০২৪) উপ-পরিচালক পদে পদোন্নতি পান।