মো. ফারুক
রাজধানীর পলওয়েল সুপার মার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে বিভিন্ন মার্কেটের কর্মকর্তাদের সাথে ডিসি ট্রাফিক মতিঝিল বিভাগের আয়োজনে ট্রাফিক সচেতনতামূলক অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৫ অক্টোবর) সকালে ‘ট্রাফিক আইন মেনে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শীর্ষক অংশীজন সভায় প্রধান আলোচক ছিলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম-সেবা।
অনুষ্ঠানে মতিঝিল বিভাগের আওতায় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল, অবাধে মোটর সাইকেল পার্কিংসহ নানা সমস্যার কথা বলেন। ব্যবসায়ীরা বলেন নয়াপল্টন মসজিদ এলাকায় স্পিড বেকার, জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজের ব্যবস্থা করা হলে যানজট নিরসনে অনেকটাই সহায়ক হবে। তারা বলেন মার্কেটগুলোর সামনে ড্রাইভারদের একটি সিন্ডিকেট অনিয়মতান্ত্রিক গাড়ি পার্কিংয়ের সাথে জড়িত। আমরা ব্যবসায়ীরা বারণ করলে তাদের সাথে পেরে উঠি না। তারা ডিসি মতিঝিল বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রধান আলোচকের বক্তব্যে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম-সেবা ব্যবসায়ী নেতৃবৃন্দকে উল্লেখিত সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশা ব্যক্ত করেন। তিনি এ বিভাগে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আমাদের সবাইকে ট্রাফিক আইন ও নিয়ম-নীতি সম্পর্কে সচেতন হতে হবে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নির্ভর করে ট্রাফিক নিয়ম-নীতি মেনে চলার ওপর। এজন্য প্রয়োজন ব্যবসায়ী, সাধারণ মানুষ ও যানবাহনের চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
ডিসি মইনুল হাসান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারাও প্রতিটি মার্কেট থেকে অন্তত দুজন করে ভলান্টিয়ার নিয়োগের মাধ্যমে আমাদের কর্মকর্তাদের সহায়তা করতে পারেন। এতে করে যানজট নিরসন ও দুর্ঘটনারোধে অনেকটাই সফল হওয়া যাবে। তিনি বলেন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য যা যা করা প্রয়োজন মতিঝিল ট্রাফিক বিভাগ তাই করবে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখলমুক্ত করতে আমরা আন্তরিকতার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন মতিঝিল বিভাগের এডিসি ট্রাফিক মোল্লা তবিবুর রহমান, এসি ট্রাফিক মো. শইমী ইমতিয়াজ ও টিআই মো. ইকবাল হোসেন।
একাধিক মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, মতিঝিল বিভাগের প্রত্যেকটি মার্কেটেরই পার্কিং ব্যবস্থা একেবারেই অপ্রতুল।
অংশীজন সভায় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন পলওয়েল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাইয়ুম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এবিএম সালাউদ্দিন, স্কাউট মার্কেট সভাপতি কাজী সহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহজাদা মুন্সি, যুগ্ম সম্পাদক মো. মিজান, সদস্য মো. সোহেল, জোনাকি সুপার মার্কেটের সভাপতি মো. মহসীন আলী খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিটি হার্ট চায়না টাউন মার্কেটের সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া, আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের ম্যানেজার মো. শামছুর রহিম, গাজী ভবন শপিং সেন্টারের সহ-সাংগঠনিক সম্পাদক প্রমুখ।