
আমার কাগজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিভাবক কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে মাহে রমজানের শুরু থেকেই মতিঝিল ট্রাফিক বিভাগ নগরবাসীর দৈনন্দিন যাত্রাকে স্বস্তি, নিরাপদ ও মসৃণ করতে নানাবিধ উদ্যোগ নিয়েছে। প্রচন্ড গরমে নগরবাসী যখন অতিষ্ঠ হয়ে পড়ে তখন এক পশলা কিংবা মুষলধারে বৃষ্টি স্বস্তির বারতা নিয়ে আসে। একই সাথে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দেয় এবং ট্রাফিক প্রেসার ও জনভোগান্তি সাময়িক সময়ের জন্য বেড়ে যায়।
গত ২৮ মার্চ ২০২৩ বিকেলে মুষলধারে বৃষ্টি হলে মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা ট্রাফিক জোনের আওতাধীন মেরাদিয়া তে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময়ে মেরাদিয়াতে দায়িত্ব পালনকালীন সময়ে নিয়মিত দায়িত্বের পাশাপাশি উক্ত রাস্তায় চলাচলকারী নগরবাসীর স্বস্তি প্রদানের জন্য এএসআই আব্দুল করিম তৎক্ষণাৎ গামবুট পরিধান করেন এবং এক হাতে ছাতা অন্য হাতে লাঠি নিয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য সুয়ারেজ লাইনের মাধ্যমে পানি নিষ্কাশন করেন। ফলে অতি দ্রæত সময়ের মধ্যে রামপুরা থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার গামী গাড়ি গুলো চলাচলের জন্য উপযোগী হয়ে ওঠে। এএসআই আব্দুল করিমের এহেন দায়িত্ববোধ ও পেশাদারিত্ব দেখে জনৈক পথচারী বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট রবিন মুন্সি বর্ণিত ঘটনার ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
ভেরিফাইড পেজে তিনি উল্লেখ করেন- “দায়িত্ববোধ, দেশপ্রেম কেউ কাউকে শিখিয়ে দেয় না; যখন যেরকম পরিস্থিতি তৈরি হয় তখনই ঝাঁপিয়ে পড়তে হয়। রাষ্ট্রের দায়িত্ববান সেবক এএসআই আব্দুল করিম ভাই নিজ দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়া আন্তরিক মানুষগুলোর জন্য শুভকামনা সব সময়। “অফুরান শুভেচ্ছা ও অতলান্তিক শ্রদ্ধা “এএসআই আব্দুল করিম”।