আমার কাগজ প্রতিবেদক
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ১৭৩৯টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ৭০০ টাকা।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এ সময় ২০৬টি গাড়ি ডাম্পিং এবং ৬৯টি গাড়ি রেকার করা হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
১১৩ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন১১৩ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।