স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ছোট এই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। ইতিমধ্যে বিসিবি ও নির্বাচক প্যানেলকে আনুষ্ঠানিকভাবেই জানিয়েছেন সেই কথা।
বিসিবির একটি সূত্র জানায়, দিল্লি থেকে এসএমএস করেছেন ৩৮ বছর বয়সী এ ক্রিকেটার। দেশ থেকে ফোনে রিয়াদকে ধন্যবাদ জানান নির্বাচকরা।
সূত্রটি জানিয়েছে, রিয়াদের এই সিদ্ধান্তকে বিসিবি ও নির্বাচকরা ধন্যবাদ জানিয়েছে। তিনি লম্বা সময় দেশকে সার্ভিস দিয়েছেন।
তবে এ ব্যাপারে রিয়াদের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচের পরে কিংবা আগে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি।
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় রিয়াদের। গত ১৭ বছরে ১৩৯টি ম্যাচ খেলে দুই হাজার ২৯৫ রান ও ৪০ উইকেট নেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেট তার গড় ২৩.৪৮। ৪৩টি টি-টোয়েন্টি খেলা রিয়াদ অধিনায়ক ছিলেন ২০ ম্যাচে। ২০২১ সালে তার নেতৃত্বে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ।