
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে অপর এক শিক্ষার্থীকে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের চেষ্টা এবং ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত সমাজ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রাফি শিকদার। বর্তমানে তিনি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাফি জানান, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে তার ফেসবুকের কথোপকথনের (চ্যাটিং) স্ক্রিনশট দেখিয়ে বেশ কদিন যাবত টাকা দাবি করে আসছিল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মুশফিকুর রহমান সজল। টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে রাফিকে দেখা করতে বলে সজল।
রাফি ঘটনাস্থলে পৌঁছালে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে রাফির মাথায় এবং হাতে আঘাত করে সজল। পরে রাফির চিৎকার শুনে আশপাশের লোকজন সজলকে ধাওয়া করে। স্থানীয় জনতা সজলকে পুলিশের হাতে তুলে দেয় এবং রাফিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, শুনেছি তাদের মধ্যকার ব্যক্তিগত দ্বন্দ্বের একপর্যায়ে রাফি সিকদারের ওপর হামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে এবং আহত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন। বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় আহত শিক্ষার্থীকে হাসপাতালে প্রেরণ করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে শুনেছি।