আমার কাগজ প্রতিনিধি
টঙ্গী মধুমিতা রেললাইনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ১৪ বছর। শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।
আহত ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. হাবিবুর রহমান ও মো. রাকিব জানান, টঙ্গী মধুমিতা এলাকার রেললাইনে ঢাকাগামী একটি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যায় ওই কিশোর। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে রয়েছে পায়জামা-পাঞ্জাবি ও মাথায় টুপি।