
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি সাদা হাঙর মাছ। চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে গহিরা অংশে মো. ইকবাল ও মো ইমরান নামের দুই জেলের জালে মাছটি ধরা পড়ে।
শনিবার (৯ ডিসেম্বর) রাতে বিশাল আকারের এ মাছটি নিয়ে মাঝির ঘাট এলাকায় উপকূলে ফিরে আসে জেলেরা। পরে আলমগীর নামের এক মৎস্য ব্যবসায়ী মাছটি ৩২ হাজার টাকায় কিনে চট্টগ্রাম শহরের মাছের আড়তে নিয়ে যায়।
জেলে মো ইকবাল জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য পেক্ক্যজাল (মাছ ধরার জাল) বসানো হয়। রাতে জাল তোলার সময় দেখি বিশাল আকারের দুটি হাঙর মাছ আমাদের জালে আটকায়। এ সময় মাছ দুটি ধরতে গেলে একটি সাগরে পালিয়ে যায়। অপর মাছটি উপকূলে এনে পরিমাপ করে দেখি এর ওজন ১৫০ কেজি।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক গণমাধ্যমকে বলেন, দেখে মনে হচ্ছে এটা সাদা হাঙর। এ মাছের বৈজ্ঞানিক নাম গ্রেট হোয়াইট শার্ক। এটি পৃথিবীর বৃহত্তম শিকারি মাছ। এ মাছ সাধারণত মহাসাগরের উপকূলবর্তী পৃষ্ঠজলের মধ্যে দেখা যায়। একটি প্রাপ্ত বয়স্ক গ্রেট হোয়াইটের দৈর্ঘ্য ২০ ফুট এবং ওজন ২ হাজার ২৬৪ কেজি পর্যন্ত হয়। এ মাছ মৎস্য সংরক্ষণ আইনে ধরা নিষেধ।