বাজিতপুর প্রতিনিধি
জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে বাজিতপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় বাজিতপুর থানা প্রাঙ্গনে উক্ত থানাধীন সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সূচনা বক্তব্য রাখেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মন্ডল।
অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত সর্বসাধারণের সাথে উক্ত থানা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনা করেন।
মুক্ত আলোচনায় উপস্থিতিগণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস। আর তাই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর এবং গণতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী জনগনকে সাথে নিয়েই নির্বাচনের গতি বেগবান করতে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।’

এ সময় তিনি উক্ত এলাকায় সর্বসাধারণকে কোনোপ্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা তা নিয়েও মুক্ত আলোচনা করেন।
এ সময় উপস্থিত জনসাধারণ তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।
কিশোরগঞ্জ পুলিশ জনগণের জানমালের রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ওপেন হাউস ডে এর প্রয়োজনীয়তা অপরিসীম আর তার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ।
