
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামী দলগুলো জুলাই সনদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বাজিতপুর পৌরসদরের মডেল মসজিদ এলাকা থেকে মিছিল বের করে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে বাঁশমহলে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, বাজিতপুর উপজেলা জামায়াতের আমীর ডাঃইয়াকুত আলী,সাবেক আমীর আবু তাহের মাষ্টার, নায়েবে আমীর ফারুক আহাম্মদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ বাজিতপুর উপজেলা সেক্রেটারী ডাঃ সেলিম হায়দার, বাজিতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ডাঃ মোবারক উল্লাহ, কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির,হাজী আবদুল হক, কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদ ক্রীড়া সম্পাদক মনসুর আলম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর উপজেলা সভাপতি হিজবুল্লাহ,সেক্রেটারী আরাফাত, কলেজ সভাপতি আলী হোসেন।
আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম,সেক্রেটারী জুবায়ের আহাম্মদ, পিরিজপুর ইউনিয়ন সভাপতি ডাঃহাবিবুর রহমান, হালিমপুর ইউনিয়ন সভাপতি রুবেল খান,সরারচর ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান রাজন, হিলচিয়া ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম, দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, দিঘিরপাড় ইউনিয়ন সভাপতি মাসুম মিয়া,কৈলাগ ইউনিয়ন সভাপতি আজিজুল হক রতন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।