
নোয়াখালী প্রতিনিধি
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না, গণমানুষের দাবি অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদেশের মানুষ জামায়াতে ইসলামীকে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ি) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ।
বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাইমুড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড (সোনাইমুড়ি-আলোকপাড়া) উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
গতকাল বুধবার (৮-ই অক্টোবর) বিকালে আয়োজিত কর্মী সমাবেশে ওয়ার্ড সভাপতি হারিস আহমদের সভাপতিত্বে সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ি পৌরসভার আমির মাওলানা আব্দুল মতিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, পৌরসভা কর্ম- পরিষদ সদস্য মাওলানা নুর উদ্দিন, সোনাইমুড়ি বাজার সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন,সেক্রেটারি হাফেজ আনিসুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আলাউদ্দিন, ৭ নং ওয়ার্ড সভাপতি হারিস আহমেদ ব্যবসায় সংগঠনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার নোমান সিদ্দিকী প্রমুখ।