
রাজশাহী প্রতিনিধি
জুলাই-অগাস্টে ছাত্র আন্দোলন দমনে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জনসংযোগ দপ্তরের উপ পরিচালক গোলাম মুরতুজার সইয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বরখাস্তরা হলেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শিদ্ধার্থ শংকর সাহা; প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম রহমান নিবিড় এবং পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রসেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মো. মহিদুল ইসলাম।
এছাড়াও আছেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রকৌশলী ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুন অর রশিদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরখাস্ত নাঈম রহমান নিবিড় ও মো. মহিদুল ইসলামের বিরুদ্ধে গত ৪ অগাস্ট ধারালো অস্ত্রসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া ও বোমা হামলায় সংশ্লিষ্টতা দৃশ্যমান হয়।
পাশাপাশি শিক্ষক সিদ্ধার্থ শংকরকে জুলাইবিরোধী অবস্থান, আন্দোলনে আহত ও নিহতদের অবমাননার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছিল। তাকে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন ও পরে প্রশাসনে আবেদনপত্র দেওয়া হয়।
এ ছাড়া হারুন অর রশিদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনে ইন্ধন, নিয়োগবাণিজ্য ও টেন্ডারবাজীর অভিযোগ আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।