
আমার কাগজ প্রতিবেদক
জার্মানি এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতদের চাকরির মেয়াদ ছয় মাস করে বাড়িয়েছে সরকার।
জার্মানিতে রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। সৌদি আরবে রয়েছেন সাবেক পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তারা দুজনই চুক্তিতে নিযুক্ত রয়েছেন। তাদের চুক্তির মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ২৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্যমোশাররফ হোসেন ভূঁইয়াকে পুনরায় চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
সৌদি আরবে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ২ অগাস্ট বা যোগদানের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে।
দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।