
আমার কাগজ প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা এখনো চলছে।
বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর টানা তৃতীয় দিনের মতো গণনা প্রক্রিয়া চলছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা অব্যাহত থাকে। তবে ফলাফল ঘোষণার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। প্রথম ধাপে বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মশাররফ হোসেন হল, শহীদ সালাম-বরকত হল, নওয়াব ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল, শহীদ রফিক-জব্বার হল, তারামন বিবি হল ও জাহানারা ইমাম হলের ভোট গণনা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। তবে তা হয়নি। এর আগে নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলমও গণনার সময় নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শুরু হয় সেদিন রাত সোয়া ১০টার দিকে। এরপর থেকে এখনো ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ধৈর্যের পরীক্ষার পাশাপাশি ক্ষোভও বাড়ছে।