আমার কাগজ প্রতিবেদক
বিভাগীয় শহরগুলোতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য।
রোববার ডিআরইউতে এক সংবাদ সম্মেলে এ কর্মসূচি ঘোষণা করে ছাত্র ঐক্য। সংবাদ সম্মেলনে বলা হয় আগামী ১৯ অক্টোবর ঢাকায় ছাত্র ঐক্যের পক্ষ থেকে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।
এছাড়া পর্যায়ক্রমে অতি দ্রুত রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে জনমত সংগঠিত করা হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্র ঐক্যের সমন্বয়ক জাতীয়তাবাদী ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছাত্র ঐক্যের মুখপাত্র জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
লিখিত বক্তব্যে জুয়েল বলেন, এভাবেই গণতান্ত্রিক, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশের পক্ষে শক্তিশালী জনমত গঠন এবং রাজপথে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদীদের পতন নিশ্চিত করা হবে। এই লড়াইয়ে আপনাদের সকলকে আমরা পাশে চাই। সকলের সম্মিলিত প্রয়াসে অচিরেই দেশের ভাগ্যাকাশে নতুন ভোরের তেজোদীপ্ত সূর্য উদিত হবে, ইনশাআল্লাহ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্রসমাজ (পার্থ), জাগপা ছাত্রলীগ (লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।