আমার কাগজ প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সহিংসতার জেরে এক সপ্তাহের অচলাবস্থার পর রাজধানীর সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। আজ সোমবার সকালে ট্রাফিক মতিঝিল বিভাগের সব জোনেই ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ট্রাফিক পুলিশের সঙ্গে শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করেছেন। তবে কয়েকদিনের তুলনায় গতকাল তাদের সংখ্যা কিছুটা কম ছিল।
রাজধানীর ব্যস্ততম এলাকা ট্রাফিক মতিঝিল বিভাগে সব এলাকায় ট্রাফিক পুলিশের দেখা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারীরা। একজন পথচারী বলেন, অনেকদিন পর রাস্তায় ট্রাফিক দেখে বেশ ভালো লাগছে। তিনি বলেন, সকালেই গুলিস্তান-মতিঝিল এলাকায় ট্রাফিক পুলিশ দেখলাম। এতদিন শিক্ষার্থীদের অধীনে বেশ অস্বস্তি হচ্ছিল।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্র জানায়, রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার প্রেক্ষিতে আজ সোমবার থেকে মতিঝিল ট্রাফিক বিভাগের সব জোনের পুলিশ নবউদ্যমে কার্মযাত্রা শুরু করেছে। নগরবাসীর স্বস্তি প্রদানে ছাত্র-জনতার সাধে কাঁধে কাধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন এ বিভাগের ট্রাফিক পুলিশ।
‘সেবার মানসে এবং উৎকর্ষ সাধনে অমিত সম্ভাবনার আলোকবর্তিকা ছাত্ররাই হবেন নিত্যদিনের সারথি’ এমন প্রত্যয় ব্যক্ত করেন মতিঝিল ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম। তিনি গতকাল সকাল থেকেই থেকেই বেশ কয়েকটি ইন্টারসেকশনে তদারিক করতে যান। এ সময় তিনি বিগত কয়েক দিন ছাত্রদের ট্রাফিক কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন, তাদের সাথে মতবিনিময় করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। আগামীদিনে ছাত্রদের প্রতিটি ইতিবাচক কাজে নিত্যদিনের সারথি হবেন বলে ডিসি মোহাম্মদ মইনুল হাসান আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, কয়েকদিন ধরে ঢাকার প্রায় সব রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে দিনরাত রোদ-বৃষ্টিতে ঘাম ঝরিয়েছেন শিক্ষার্থীরা। এ কাজে তারা যাত্রীদের প্রশংসাও পেয়েছেন। অনেক সড়কে শিক্ষার্থীদের খাবার পানি, খাবার এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অনেক।