ক্রীড়া ডেস্ক
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে বেশ দেরিতে হলেও চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। আগামী ২০ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এর এক দিন আগে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে পাকিস্তানে।
রবিবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে ২৩ ফেব্রুয়ারি।
ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এ সব খবর জানানো হয়েছে।
পিসিবির মুখপাত্র আমির মীর জানান, গতকাল পাকিস্তানে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবি মুখপাত্র বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে পিসিবি।’
চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই ছাড়াও শ্রীলঙ্কার কলম্বো আলোচনায় ছিল। এর আগে গত সপ্তাহে আইসিসি জানায়, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিসহ পিসিবি ও বিসিসিআই আয়োজিত পরবর্তী চারটি আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ও ভারত একে অপরের দেশে যাবে না। অতিথি দলটি নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে মোট ৮ দল। এর মধ্যে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ করাচিতে, পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি দুবাইয়ে খেলবে ভারতের সঙ্গে, এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।
গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।
দুটি সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে নেই, দ্বিতীয়টির রিজার্ভ ডে থাকছে। ৯ মার্চ ফাইনালেরও রিজার্ভ ডে আছে।
ভারত টিকিট পেলে প্রথম সেমিফাইনাল হবে আমিরাতে। তারা উঠতে না পারলে ম্যাচটি হবে পাকিস্তানে। ফাইনাল হবে লাহোরে, তবে ভারত উঠলে আমিরাতেই হবে শিরোপার লড়াই।
২০২৭ সাল পর্যন্ত ভারত যতগুলো আইসিসি ইভেন্ট আয়োজন করবে, সেগুলোতে পাকিস্তান তাদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। তারা নকআউট ও ফাইনালেও উঠলে ম্যাচগুলো হবে ভারতের বাইরে।