কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে প্রবাসীর ভাতিজা তাদের হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে পাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুবাই প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী নিপা আক্তার (২৭) এবং তাদের আট বছর বয়সী ছেলে আলী হাসান মুজাহিদ।
জানা যায়, রাত ৯টার দিকে নিপা ছেলেকে নিয়ে মামা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেতে যান। এই সুযোগে হত্যাকারী ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। রাতে বাড়ি ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক দুইটার দিকে মা-ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে নিপাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে শিশু মুজাহিদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত মীর হোসেন পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা। তিনি জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।