আন্তর্জাতিক ডেস্ক
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে বেইজিংয়ের মহাগণভবনে ফিনিশ প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে সি চিন পিং বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী প্রথম পর্যায়ের দেশগুলোর মধ্যে অন্যতম ফিনল্যান্ড। ৭৬ বছর ধরে আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন-ফিনল্যান্ড সম্পর্ক সবসময় স্থিতিশীল উন্নয়ন বজায় রাখে, সবসময় পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ভবিষ্যতমুখি দৃষ্টিভঙ্গি এবং জয়-জয় সহযোগিতা মনে চলে।
তিনি জোর দিয়ে বলেন, চলতি বছর হল চীনের পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার প্রথম বছর। চীন অব্যাহতভাবে উচ্চমানের উন্নয়ন প্রচার করা, উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করা। দু’পক্ষের উচিত কল্যাণমূলক সহযোগিতা গভীর করা, জ্বালানি রূপান্তর, বৃত্তাকার অর্থনীতি, কৃষি ও বনায়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদি ক্ষেত্রে আরও বেশি সহযোগিতামূলক ফলাফল অর্জনের জন্য প্রচেষ্টা করা। চীন তার বড় বাজারে ফিনিশ কোম্পানিগুলোকে স্বাগত জানায়। শীতকালীন ক্রীড়ায় ফিনল্যান্ড একটি শক্তিশালী দেশ, এখন চীনও একটি প্রধান শীতকালীন ক্রীড়া দেশ, এ ক্ষেত্রের সহযোগিতা ও বিনিময় জোরদার করা উচিত।
সি চিন পিং আরো বলেন, বর্তমান বিশ্ব একাধিক ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি, আন্তর্জাতিক সমাজকে এগুলো মোকাবেলায় একসাথে কাজ করতে হবে। চীন ফিনল্যান্ডের সঙ্গে জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা দৃঢ়ভাবে সমুন্নত করতে, একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করবে, ন্যায়সঙ্গত ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব এবং সহনশীল অর্থনৈতিক বিশ্বায়নকে উত্সাহিত করতে ইচ্ছুক। চীন ও ইউরোপ অংশীদার, প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার ক্ষেত্র আরও বেশি। চীন আশা করে ফিনল্যান্ড, চীন-ইইউ সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করবে।
অর্পো বলেন, ফিনল্যান্ড ও চীনের বন্ধুত্ব দীর্ঘদিনের, দু’দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে তৈরি হয় এবং স্থিতিশীল উন্নয়ন অর্জন করেছে। ফিনল্যান্ড চীনের সঙ্গে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে, উচ্চপর্যায়ের যোগাযোগ আরও ঘনিষ্ঠ করতে, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, পরিচ্ছন্ন জ্বালানি, কৃষি ইত্যাদি ক্ষেত্রের বাস্তব সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
ফিনল্যান্ড দৃঢ়ভাবে এক-চীন নীতি সমর্থন করে, আন্তর্জাতিক ইস্যুতে চীনের গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করে। ফিনল্যান্ড চীনের সঙ্গে যোগাযোগ জোরদার করতে, একসঙ্গে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে, এবং ইইউ ও চীনের মধ্যে বাণিজ্যিক বিরোধের যথাযথ সমাধান ও সম্পর্কের সুস্থ উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করতে ইচ্ছুক।
সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।
