
আমার কাগজ ডেস্ক
শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র থিয়েনচিন শীর্ষসম্মেলনে, ‘শাংহাই চেতনা’র আলোকে, ইউরেশিয়ার আন্তঃযোগাযোগ আরও বেগবান হবে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
থিয়েনচিনে চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) -কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও আশা করেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সভাপতিত্বে, শীর্ষসম্মেলন নিশ্চয়ই ফলপ্রসূ হবে। এসসিও’র সদস্যদেশ ও চীনের আন্তরিক বন্ধু হিসেবে, এবারের শীর্ষসম্মেলন সফল করতে, পাকিস্তান যথাসাধ্য চেষ্টা চালাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
সূত্র: প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।