আমার কাগজ ডেস্ক
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির নেত্রী হেমা মালিনী। বুধবার (৪ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় হেমা মালিনী দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু ধর্মালম্বীদের উপর হামলা চালানো হচ্ছে। বিশেষ করে ইসকন সদস্যদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তার।
এ সময় তিনি নিজেকে ইসকনের ভক্ত উল্লেখ করে চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে ক্ষোভ জানান। এ ছাড়া বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিজিপি’র এই সংসদ সদস্য।
এ নিয়ে হেমা মালিনী বলেন, পরিস্থিতি খারাপ ও উদ্বেগজনক। আমি আমাদের সরকারকে ব্যবস্থা নিতে এবং আমাদের ইসকন ভক্তদের, হিন্দু ভাইদের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করেছি। এটা পররাষ্ট্রনীতির বিষয় নয়, এটা আমাদের অনুভূতির বিষয়, এটা কৃষ্ণভক্তদের বিষয়।