আমার কাগজ প্রতিবেদক
সাবেক পুলিশ সুপার ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যারিস্টার মো. জিল্লুর রহমান, সাবেক পুলিশ সুপার টিডিএস, ঢাকা-কে ১৬-১১-২০২২ তারিখ হতে চাকরিতে পুনর্বহাল করা হলো।
এতে আরো বলা হয়, ‘জনস্বার্থে’ অবসর প্রদানের তারিখ হতে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত (ইন ডিউটি) গণ্য করে তার বকেয়া বেতনভাতাদি, পদোন্নতি এবং চাকরিগত অন্যান্য সুযোগ সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন। তিনি ট্রাইব্যুনাল/আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত সরকার বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা জিল্লুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।
Related Stories
February 4, 2025 1:01 PM
February 4, 2025 12:21 PM
February 4, 2025 11:52 AM