আমার কাগজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
বাইডেন তার ওভাল অফিসে রাত আটটায় এ ভাষণ দেবেন। মার্কিন প্রেসিডেন্টরা জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তে এ অফিস থেকেই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রে এটা একটি ঐতিহ্য।
প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বিবৃতিতে বলেন, ‘আগামীকাল প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলের ওপর হামাসের হামলা এবং ইউক্রেনে রাশিয়ার চলমান সহিংস যুদ্ধের বিষয়ে আমাদের প্রতিক্রিয়া নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন।’
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর সংহতি প্রকাশের জন্য ইসরাইল সফর থেকে ফিরে আসার একদিন পরই তিনি এ ভাষণ দিতে যাচ্ছেন।
এদিকে, ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আক্রমণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল ব্রাজিল।