
আমার কাগজ প্রতিবেদক
রাজনৈতিক অচলাবস্থার সমাধানে আলোচনার গতি বাড়াতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংলাপে গতি আনার তাগিদ দিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই বড় ধরনের অগ্রগতি আনতে চায় কমিশন।
রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় আলী রীয়াজ বলেন, আমরা সর্বোচ্চ ৩১ জুলাই পর্যন্ত সময় নিতে পারি। এর বেশি সময় নেয়া সম্ভব নয়। চলতি সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এই তিন দিনে আমরা বেশকিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছতে চাই।
তিনি বলেন, আমাদের লক্ষ্য যেকোনোভাবেই হোক জুলাইয়ের মধ্য সনদ ঘোষণা করা। বিভিন্ন কারণে দেরি হচ্ছে, তা আমরা চাই না। যেসব বিষয়ে দ্বিমত আছে, সেসব বিষয়ে কাছাকাছি আছি আমরা আলোচনায়। সেসব বিষয়েও দ্রুত ঐকমত্যে পৌঁছতে হবে।
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সেজন্য কাজ করছে ঐকমত্য কমিশন: বদিউল আলমস্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সেজন্য কাজ করছে ঐকমত্য কমিশন: বদিউল আলম
তিনি জানান, আজ আমরা তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে কথা বলতে চাই। জরুরি অবস্থা ঘোষণা আর প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে চাই।