বিনোদন প্রতিবেদক
বর্তমান পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পী সমিতি ও সমিতির নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ উভয়কেই চিঠি পাঠাতে চলেছে চলচ্চিত্রের ১৯ সংগঠন। বুধবার (২২ মে) চলচ্চিত্রের ১৯ সংগঠনের মতবিনিময় সভায় এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন সিদ্ধান্তে শিল্পী সমিতি ও নিপুণ উভয়কে সাবধান হতে বলার পাশাপাশি অনুরোধ করা হবে ধৈর্য ধারণ করার জন্য।
চলচ্চিত্রাঙ্গনে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেকেই অশালীন কথাবার্তা বলছে, বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। কারো সম্পর্কে মানহানিকর কথাবার্তাও বলা হচ্ছে। এ সমস্যাগুলো চলচ্চিত্রের ১৯ সংগঠনের কাছে উথ্থাপন করেন শিল্পী সমিতির বর্তমান কমিটির মুখপাত্র ডিএ তায়েব। বিষয়টি আমলে নিয়ে মতবিনিময় সভায় ১৯ সংগঠন একটি সিদ্ধান্তে পৌঁছায়।
এ প্রসঙ্গে ১৯ সংগঠনের মুখপাত্র মোহাম্মাদ ইকবাল সংবাদমাধ্যমকে জানান, দ্রুতই শিল্পী সমিতি ও নিপুণকে চিঠি পাঠানো হবে। চিঠিতে মানহানিকর বক্তব্য না বলার জন্য দুপক্ষকেই সাবধান করা হবে। একইসঙ্গে উভয়কেই ধৈর্য ধারণ করার জন্য অনুরোধও করা হবে।