
চট্টগ্রাম প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন আজ ৫ জুলাই, শুক্রবার সন্ধ্যায় চটগ্রামের মেডিকেল সেন্টার হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের গায়ে কোন অ্যাপ্রোন না দেখায় স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে দুইজন ডাক্তারের সাথে কথা বলেছি কারো গায়েই কোন অ্যাপ্রোন নেই। পরিদর্শনকালে হাসপাতালে কোন লাইসেন্স টানানো ছিল না। এছাড়া হাসপাতালের ইনফরমেশন অফিসারের ছবিসহ কোন প্রকার তথ্যাদি নেই। জরুরি বিভাগে কোন সাকার মেশিন ছিলো না। হাসপাতালে স্বাস্থ্যসেবার সামগ্রিক মান দেখে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন, হাসপাতালে স্বাস্থ্যসেবার এ বেহাল অবস্থা দেখে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ।