টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ–জাঙ্গালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।
নিহতরা হলেন- রসুলপুর ইউনিয়নের ঘোড়ারটেকি গ্রামের আলম হোসেনের ছেলে কাশেম (৪০); লক্ষীন্দর ইউনিয়নের কাজলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার একাব্বর আলীর ছেলে কবির (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে শালিয়াবহ চৌরাস্তা থেকে ঘোড়ারটেকি এলাকায় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই কাশেম ও হামিদ মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত কবিরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুই যুবকের মৃত্যু হয়েছে।
