
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৯টি বসতঘর আগুনে পুড়ে গেছে। এ সময় অগ্নিকাণ্ডে ঘরের খাট, টিভি, শোকেসসহ নগদ টাকা, বাড়ির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১ আগস্ট ) রাত ৯টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রান্না শেষে গল্প করছিল নুরুল ইসলামের স্ত্রী৷ হঠাৎ করেই বিকট শব্দ শুনে রান্না ঘরে গিয়ে ভয়াবহ আগুন দেখতে পান৷ এ সময় তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন৷ তবে মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ায় ৯টি ঘর ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই আগুনে ৯টি বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়৷ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।