
আমার কাগজ ডেস্ক
আফ্রিকার দেশ গ্যাবনে সহায়তা বন্ধ করছে যুক্তরাষ্ট্র। গতকাল দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এই কথা জানানো হয়।এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘মার্কিন সরকার গ্যাবন সরকারের উপকারে আসা কিছু বিদেশি সহায়তা কর্মসূচি বন্ধ করে দিতে যাচ্ছে। দেশটির সামরিক বাহিনীর অসাংবিধানিক হস্তক্ষেপের কারণে আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।’
গত মাসে গ্যাবনের নির্বাচনের ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যে তা প্রত্যাখ্যান করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। প্রেসিডেন্ট আলি বঙ্গে ওনদিকে সরিয়ে ক্ষমতা নিয়েছেন জেনারেল ব্রিস ক্লোয়াথার অলিগুই গুয়েমা। দেশটিতে তিন দশক ক্ষমতায় ছিল বঙ্গো পরিবার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেল সম্পদে সমৃদ্ধ মধ্য আফ্রিকার এই দেশে যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও কনস্যুলার কার্যক্রম বজায় রেখেছে। তিনি বলেন, এই পদক্ষেপ অস্থায়ী কারণ মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিতভাবে মনে করে যে গ্যাবনে সামরিক অভ্যুত্থান ঘটানো হয়েছে। ফলে মার্কিন আইনের আওতায় সহায়তা বন্ধ করে দিতে হচ্ছে।
তবে সামরিক বাহিনী গ্যাবনের প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতা রেমন্ড এনদং সিমাকে দায়িত্ব দিয়েছে। তিনি গত সপ্তাহে জাতিসংঘে দেওয়া এক ভাষণে নতুন নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং অভ্যুন্থানের নিন্দা না জানাতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।