
আমার কাগজ প্রতিবেদক
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পল্লী ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এছাড়া আগের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আগের সচিব হামিদুর রহমান খানকে ওএসডি করা হয়েছে।
তাকে ওএসডি করে আলাদা একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।