গাজীপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরুর মাত্র ২৫ মিনিট আগে এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) গাজীপুর মহানগরের বোর্ড বাজারের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানার কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল করিম (৫০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী সুপার ছিলেন। তিনি উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. হেলাল মিয়া জানান, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন। ভোটের দিন রোববার সকাল সোয়া ৭টার দিকে বাইরে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন গাছা থানার ওসি মো. শাহ আলম।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল।