
রংপুর প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম রংপুর মহানগর।
শুক্রবার (১০ মে) জুমার নামাজ শেষে রংপুর সিটি করপোরেশনের প্রধান ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নগরীর রামমোহন হয়ে ভাঙা মসজিদ সংলগ্ন সুপার মার্কেটের সামনে পৌঁছার পর পুলিশের বাধার মুখোমুখি হয়। পরে পুলিশ ব্যানার কেড়ে নিলে জামায়াত-শিবিরের কর্মীরা যে যার মতো স্থান ত্যাগ করেন।
এদিকে বিক্ষোভ মিছিল শুরুর আগে রংপুর মহানগর জামায়াতের সভাপতি ওবায়দুল্লাহ সালাফির সভাপতিত্বে বক্তব্য রাখেন – দলটির মহানগরের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছারসহ মহানগর ছাত্রশিবিরের নেতারা।
এ সময় বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক হামলা বন্ধের দাবি জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার আহবান জানান। একইসাথে বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।