
বাজিতপুর প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি অমান্য করে যুদ্ধবাজ মার্কিনের মদদে ইসরাইলি বাহিনীর হামলা ও বর্বর গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (২১ মার্চ) দুপুরে মথুরাপুর মানবকল্যাণ সংগঠনের ব্যানারে বাজিতপুর বাজারের শহীদ চত্বরে এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
এ কর্মসূচীতে বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ শুধু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে।
বক্তারা আরো বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত চলা ১৬ মাসে ইসরায়েল ১৮ হাজারেরও বেশি শিশুসহ ৪৮ হাজার ২০০ জনেরও বেশি নিরপরাধ বেসামরিক নাগরিককে শহীদ করেছে। এ ছাড়া ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের এই গণহত্যা মানব ইতিহাসের সব নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে।
তারা অবিলম্বে স্থায়ীভাবে গাজায় যুদ্ধ বন্ধ চান এবং গণহত্যাকারী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন।