
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ১৮টি ইয়াবাসহ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী শাহনাজ পারভিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
কারাগারে যাওয়া শাহনাজ পারভিন ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক ও ওই গ্রামের দুলা মিয়ার স্ত্রী।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল মাজেদ সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
দুপুরে শাহনাজকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি তাজউদ্দিন খন্দকার।