
খুলনা প্রতিনিধি
রোববার (২৫ মে) দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা থানার ডেল্টা ভবনের পেছনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৫) এবং রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোছাব্বতপুর গ্রামে রনি ওরফে কানা রনি (৩৮) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
নগরীর সোনাডাঙ্গায় নিহত গোলাম হরিণটানা থানার ময়ূরী ব্রিজ এলাকার মো. আলী হোসেনের ছেলে এবং রূপসায় নিহত রনি মোছাব্বতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা নগরীর সোনাডাঙ্গা থানার ডেল্টা ভবনের পেছনের গলিতে গোলামকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই হাসান বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২/৩ জনকে আটক করা হয়েছ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে, রোববার রাত ১১টার দিকে রূপসা উপজেলার মোছাব্বতপুর গ্রামের রনি ওরফে কানা রনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে নির্জন স্থানে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রনি খুলনা মহানগরীতে বসবাস করতেন। তার বিরুদ্ধে রূপসা থানায় বেশ কয়েকটি মামলা আছে বলে জানা গেছে। বছরখানেক আগে রনির ছোট ভাইও দুর্বৃত্তদের হাতে নিহত হন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, রনিকে কে বা কারা হত্যা করেছে তা তদন্তে কাজ করছে পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।