
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শিবচর উপজেলা সন্ন্যাসীর চর ইউনিয়নের চৌরাস্তা নামক এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দলটির জেলা কমিটির আহবায়ক মাওলানা শরিফ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সচিব হাফজ মাওলানা কুতুবউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদিরা মিঠু চৌধুরী, শিবচর উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক নার্গিস আক্তার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মিয়া, মাদবরেচর ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল হুদা ইথু, ওলামা দলের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাসার বাচ্চু, যুগ্ম আহবায়ক মুফতী তোফাজ্জল হোসেন আজাদী, মাওলানা এসএম সাইফুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম নেসারী, মো. মোসারফ হোসেন, হাজী মো. কালাম মুন্সি, মাওলানা শাখাওয়াত হোসেন শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।