
পটুয়াখালী প্রতিনিধি
প্রয়োজনে আইন পরিবর্তন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। গত শনিবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ দাবি করা হয়। এর পর থেকেই জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওই নেতার ফেসবুক স্ট্যাটাসে প্রশংসা করে মন্তব্য জুড়ে দেন।
আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব হাওলাদার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক।’
মুহূর্তেই আওয়ামী লীগ নেতার ওই ফেসবুক স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। আজ সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত স্ট্যাটাসটিতে লাইক পড়ে এক হাজারের বেশি, শেয়ার হয় ৮৯ বার ও কমেন্টস ৪৯৬টি।
তার ওই ফেসবুক স্ট্যাটাসে আরও লেখা ছিল- ‘মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ করছি।’ অথচ মন্তব্যের ঘরে বিভিন্ন দলের ও মতাদর্শের নেতা কর্মীরা মন্তব্য করেছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের কয়েকজন অবশ্য আওয়ামী লীগ নেতার স্ট্যাটাসের সমালোচনা করে মন্তব্য করেছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফারুক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেট হামলা করে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার সঙ্গে বিএনপি ও জিয়া পরিবার সরাসরি জড়িত। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে বিএনপি নেত্রীর জন্য যে মায়াকান্না ওআইন পরিবর্তন করে বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক। যা সংগঠন বিরোধী বক্তব্যের শামিল। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘শেখ হাসিনা মানবতার মা, তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। তিনি যে মানবতার মা, খালেদা জিয়াকে বিদেশে পাঠালে সেটা আরও একবার প্রমাণ হবে। আমি রাজনৈতিক কারণে লিখেছি, এখানে দোষের কিছু দেখছি না’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান বলেন, ‘এটি তার ব্যক্তিগত মন্তব্য। এর দায় আওয়ামী লীগ নিবে না।’