
ফজলুল হক, সোনাইমুড়ী সংবাদদাতা
কোরআন নাজিলের এই মাসে সবাইকে শপথ গ্রহণ করতে হবে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য। আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা হলে সকল ধরনের অপরাধ বিলুপ্ত হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
রবিবার (১২ মার্চ) বিকেলে সোনাইমুড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড পাপুয়া শাখার উদ্যোগ পাপুয়া মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ এসব কথা বলেন।
পাপুয়া শাখার সভাপতি মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি ফিরোজ মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সোনাইমুড়ী পৌরসভা আমীর আব্দুল মতিন, সেক্রেটারি ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাক আহমেদ বেলাল,এডভোকেট ইদ্রিস মোল্লা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম।