কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ধনপুর এলাকা থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও ৪১ বোতল বিদেশী মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় অভিযান চালায় র্যাব।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন -কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের রিপন মিয়া (৩৭), একই উপজেলার মথুরাপুর গ্রামের আনোয়ার হোসেন (২৬), গ্রামের নজরুল ইসলাম (৩৫) এবং সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের আবুল কাশেমের ছেলে শাকিল (২৪)।
র্যাব-১১’র কুমিল্লা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, তারা দীর্ঘদিন ধরেই কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে মাদক সরবারহ করে আসছিলো।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে।