
কিশোরগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর গত ৩০ সেপ্টেম্বর ২৩ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বলে সংগঠন সূত্র জানায়।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ২০২৩ কিশোরগঞ্জ শহরের উৎসব কমিউনিটি সেন্টারে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে মো. আহছান উল্লাহকে সভাপতি ও মো. কামালকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে।
আওয়ামী মৎস্যজীবী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আহছান উল্লাহ বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার ফলে দলের সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা আসবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কমিটি জোরালোভাবে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করে যাবে।’
অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- মো. শাহজাহান ইসলাম বাদল, শাহ মনিরুল ইসলাম, মো. জুবায়ের আলম চন্দন, মো. হাবিবুর রহমান সঞ্জু, মো. আতিকুর রহমান শাহিন, মো. বুলবুল আহমেদ, মো. শামসুজ্জামান, মো. জামাল উদ্দিন, মো. খোকন হাসনাত, মো. হারুন অর রশিদ ও মো. তরুণ।
যুগ্ম-সাধারণ সম্পাদকরা হলেন- মো. কামরুজ্জামান আসাদ, মো. ফরহাদ আহমেদ সিহাব ও শেখ জাহিদ। অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. মিজানুর রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক মো. সজিব সরকার, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক রাজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল আরাবি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সৌরভ বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কাজল মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলামিন ঠাকুর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. জাকির হোসেন দয়াল, আইন বিষয়ক সম্পাদক এড. কালিপদ সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জিয়া উদ্দিন ভুঁইয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. মতিউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. হাবীবুর রহমান, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক বৃষ্টি আক্তার, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক মো. তারা মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. নাসরিন আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম হিমেল এবং সাংগঠনিক সম্পাদকরা হলেন মিঠু তালুকদার, মো. খোকন মিয়া, মো. আঃ হান্নান খান, মো. হাবিবুর রহমান ও আলআমিন খান শ্যামল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মোনায়েম, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক তামান্না আক্তার, উপ-আইন বিষয়ক সম্পাদক এড. মো. ফয়সাল, উপ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজীব সরকার, উপ-মহিলা বিষয়ক সম্পাদক মুর্শিদা রতন।
এছাড়া এ কমিটিতে রয়েছে ২৭ কার্যনির্বাহী সদস্য।
নতুন কমিটির অনুমোদন দেয়ায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্করের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. আহছান উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. কামাল।