
কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের অব্যাহতিপ্রাপ্ত সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আশরাফুল ইসলাম তুষারকে হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের অব্যাহতিপ্রাপ্ত সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফের বিরুদ্ধে।
জানা যায়, গত সোমবার (৮ এপ্রিল) দুপুর পৌনে চার টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফিরার পথে শহরের বড়বাজার এলাকায় কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষারকে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের অব্যাহতি প্রাপ্ত সাবেক সভাপতি শরীফুল ইসলাম শরীফ প্রাণনাশের হুমকি দেন ও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।পাশাপাশি সাংবাদিক তুষারকে প্রাণনাশের হুমকি দাতা অভিযুক্ত শরীফকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছে সাংবাদিকরা।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধাদান কাম্য নয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।