
বাজিতপুর প্রতিনিধি
জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক ছাত্রী সমাবেশ নগুয়াস্থ আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৩০ জুলাই) জেলা সভানেত্রী ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।
বক্তব্য রাখেন শহর আমীর মাওলানা আবদুল হক, সদর নায়েবে আমীর মোঃ নুরুদ্দিন, ছাত্রী সংস্থার কিশোরগঞ্জ শহর শাখার সভানেত্রী রহিমা খাতুন, জেলা নেত্রী জারিন সাবিহা, শহর নেত্রী তাহাসসিব তাবাসসুম প্রমুখ।
প্রধান অতিথি বৈষম্য বিরোধী ও স্বৈরাচার পতন আন্দোলনে ছাত্রী সংস্থার কর্মীদের ত্যাগ কুরবানীর কথা স্মরণ করেন। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রী সংস্থার দায়িত্ব অনেক বেশি। বাংলাদেশের মুক্তিকামী মানুষের মুক্তির লক্ষ্যে একটি কল্যাণমূলক ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য দুর্বার আন্দোলনের জন্য নিজেদের প্রস্তুত করতে ছাত্রী সংস্থার সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।