
আমার কাগজ ডেস্ক
কানাডীয় নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত। দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত নিল ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভারতীয় বংশোদ্ভূত এক কানাডীয় নাগরিককে নিয়ে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। শিখ নেতা হরদীপ সিংয়ের মৃত্যু নিয়ে ভারত ও কানাডার মধ্যে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। কানাডার দাবি, হরদীপ সিংয়ের হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত ছিল বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইতোমধ্যে দুই দেশই পরস্পরের কূটনীতিককে বহিষ্কার করেছে।
এবার কানাডীয় নাগরিকদের ভিসা না দেওয়া সিদ্ধান্ত দিয়েছে ভারত। বিএলস ইন্টারন্যাশনাল নামে একটি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নোটিসে দেখা যায়, ভিসা সার্ভিস স্থগিত করা হয়েছে।
নোটিসে বলা হয়, ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা সেবা বন্ধ থাকবে।