ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলার বিশ হাজার বন্যার্তদের মাঝে কাতার চ্যারিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চলমান বন্যা পরিস্থিতিতে গৃহহীন ও পানিবন্দী হয়ে পড়েছে জেলার প্রায় সবকটি উপজেলার বাসিন্দারা। এতে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে জেলার সব কয়টি আশ্রয় কেন্দ্রে।আশ্রয় কেন্দ্রগুলোতে যখন খাবারের তীব্র সংকট তখন এগিয়ে আসেন কাতার চ্যারিটির এই মানবিক সংগঠনটি। বিতরণ করেন প্রায় ২০ হাজারের বেশি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী।প্রতি প্যাকেটে বিতরণ করা হয় মিনিকেট চাল-১০ কেজি,তেল-১ লিটার,লবণ -১ কেজি, ডাল- ১ কেজি চিড়া-২ কেজি, গুড় -১কেজি, লেক্সাস বিস্কিট এক প্যাকেট,পানি-৫ লিটার,ওয়াটার পিউরিফায়ার -১ টি,আলু-২ কেজি,খাবার স্যালাইন-১০ প্যাকেট ইত্যাদি ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ,৩নং চাষীরহাট ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মোল্লা, আবদুল বাকের, আবদুল মতিন,মুশফিকুজ্জামান তামিম এবং কাতার চ্যারিটির ঢাকা অফিসের নেতৃবৃন্দ।
Related Stories
February 4, 2025 1:27 PM
February 4, 2025 1:14 PM
February 4, 2025 1:01 PM